বিবরণ
ইহা এক প্রকার জীবানু ঘটিত রোগ এবং খুব মারাত্মক ধরনের বিষাক্ত ত্বক এই রোগের দ্বারা আক্রান্ত হয় এই রোগ বয়স্কদের বেশি হতে দেখা যায় এই রোগে মহিলাদের দেয়ে পুরুষেরাই বেশি আক্রান্ত হন এই রোগ শুরু শরীরের বীজাণু প্রবেশের তিন থেকে দশ দিনের পরে হয়!
কারণ
ব্যাসিলাস অ্যানথ্রাসিজ নামক গ্ৰাম পজিটিভ জীবাণু আক্রমণে এই রোগ হয় এই রোগ জীবজন্তুর দেহ থেকে মানুষের দেহে সংক্রামিত হয় কসাই কৃষক পশম ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তিদের এই রোগ বেশি হতে দেখা যায়।
লক্ষন
১) প্রচন্ড টাটানি ব্যথা এবং যন্ত্রণা থাকে
২) এই রোগ সাধারণত বাহু ঊদ্ধবাহু কাঁধ গাল প্রভৃতি স্থানে হয়।
৩) প্রথমে চুলকানি যুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় এবং তার চারিদিকে দাগ হয়
৪) ক্ষতের মধ্যস্থলে এর মামড়ি পড়তে পারে
৫) পরে ঐ অংশের একটি কালো পচা কোষ সৃষ্টি করে
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন
