বিবরণ
এক বিশেষ ধরনের জীবাণু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেকে আক্রমণ করলে সারা দেহের পেশীর আক্ষেপ দেখা দেয়
ফলে রোগীর ধনুকের মত বেঁকে যায় একেই ধনুষ্টঙ্কার রোগ বলা হয় স্নায়ুতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়
কারণ
লোহার কোন জিনিসে কেটে গেলে বিশেষতঃ মরচের ধরা লোহার রাস্তাঘাটে বা গোশালায় কোন খোঁচার কেটে গেলে বা য়ে কোন ক্ষতের জীবাণু দূষত হলে সেই জীবাণু দেহে নিঃসৃত রস যা ভয়ানক বিষাক্ত তা রক্তের মাধ্যমে সারা শরীরে তথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পৌঁছায় এবং এই রোগ হয়
লক্ষন
১) জ্বর খুব বেশি বেড়ে যায়
২) অতিরিক্ত ঘাম হয়
৩) রক্ত চাপ ওঠানামা করতে থাকে
৪) হাত পা সহ মুখ মন্ডলের পেশিতে খিল ধরা
৫) মুখ বেঁকে যাওয়া জ্বর ভাব প্রভৃতির দিকে শুরু হয়
৬) সারা শরীরে নীলবর্ণ হয়ে যায়
৭) বেশি শক্ত হয়ে যায় এবং ফুলে ফুলে ওঠে
৮) খেঁচুনি শুরু হয়
৯) রোগীর বেঁকে ধনুকের মত হয়ে যায়
১০) দাঁত কপাটি লেগে যায়
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন
