ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন
ইন্ট্রা ভেনাস শব্দের অর্থ শিরার মধ্যে কনুইয়ের সামনের দিকের ব্যাসালিক বা কেফালিক ভেনে এই ইঞ্জেকশন পুশ করা হয় প্রয়োজনে বা অসুবিধা ঘটলে শরীরের অন্য স্থানের শিরাতে ও দেওয়া চলবে এই ইঞ্জেকশন দেবার সময় একজন সহকারী থাকলে ভালো হয় এই ইঞ্জেকশন বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার হয় কারণ ইন্ট্রা ভেনাস ইঞ্জেকশন অনেক বিপদের সম্ভাবনা থাকে প্রথমে উপরের বিবরণ অনুযায়ী সিরিঞ্জের ঔষধ টেনে নিতে নিতে হবে তারপর রোগীকে শুইয়ে তার হাতটি একটি অনুচ্চ বালিশের উপর রাখতে হবে অথবা চেয়ারে বসিয়ে হাতটি টেবিলের উপর বরাবর রাখতে হবে এরপর সহকারী কে বলতে হবে কনুইয়ের উপর অংশে দুহাতে করে ভালো ভাবে চেপে ধরতে যদি কোন সহকারী না থাকে তাহলে রাবার ব্যান্ড বা অন্য কোনো ব্যান্ড দিয়ে চেপে বাঁধতে হবে এরপর হাত মুঠো করিয়ে সমস্ত বাহু কনুইয়ের অংশে ভাঁজ করাতে এবং পুনরায় ছড়াতে হবে এ ভাবে কয়েকবার করলেই দেখা যাবে কনুইয়ের কাছের ব্যাসালিক ভেনটি খুব ফুলে উঠেছে এই সময় ঐ অংশ অ্যালকোহল বা স্পিরিট সিক্ত তুলো দিয়ে মুছে নিতে হবে এবার ঔষধ ভত্তির সিরিঞ্জটি বাহু ও শিরার ফোটাতে হবে যাতে ঐ সেঁচ শিরার কেবলমাত্র একটি দেওয়াল ভেদ করে সিরিঞ্জের তরলে রক্ত আসতে শুরু করবে সিরিঞ্জের নিডল টি কেবলমাত্র শিরার একটি দেওয়াল ভেদ করে শিরার মধ্যে প্রবেশ করেছে রক্ত না এসে বা সামান্য এসে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে সূঁচ হয় শিরার প্রবেশ করেননি তা সমগ্ৰ ঔষধ পুশ করা শেষ হলে স্পিরিট বা
অ্যালকোহল সিক্ত তুলোটি সূঁচের গোড়ায় চেপে ধরে তা টেনে বের করতে হবে ও কনুইয়ের তুলো সহ কিছু ক্ষন ভাঁজ করে রাখতে হবে ইন্ট্রা ভেনাস ইঞ্জেকশন খুব ভালো ভাবে অভ্যাস না করে দেওয়ার চেষ্টা উচিত নয় তা থেকে বিপদের সৃষ্টি হতে পারে
