সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন
সাবকিউটেনিয়াস কথার অর্থ চামড়ার নিচে এই ইঞ্জেকশন চামড়ার নিচে পেশীর উপরের স্তরে পুশ করা হয় শরীরের যে অংশের চামড়া নরম ও আলগা সেই অংশেই এই ইঞ্জেকশন পুশ করা হয় এই ইঞ্জেকশন বেশির ভাগ ক্ষেত্রে বাহুর সামনের দিকে চামড়ার নিচে দেওয়া হয়। চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া হয় চর্মরোগ মাথায় টাকের স্টেরয়েড ইঞ্জেকশন প্রভৃতির ক্ষেত্রে এছাড়া কোন ঔষধে রোগীর অ্যালার্জি আছে কিনা তা জানার জন্য চামড়ার নিচে সামান্য ঔষধ পুশ করে টেস্ট করা হয় প্রথমে উল্লিখিত পদ্ধতিতে সিরিঞ্জ ঔষধ ভরে নিতে হবে তারপর যে স্থানে ইঞ্জেকশন দেওয়া হবে সেখানের চামড়ার স্পিরিট বা অ্যালকোহল সিক্ত তুলো ঘষে নিতে হবে তারপর বাম হাত বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী দ্ধারা ঐ স্থানের চামড়া টেনে সামান্য উপরে
দিকে তুলতে হবে তারপর সূঁচ সহ সিরিঞ্জটাকে বাহুর সমান্ত রালভাবে রেখে ঐ অংশের চামড়া তলদেশ পুশ করতে হবে আর যদি রক্তকণা না আসে তাহলে খুব ধীরে ধীরে পিস্টন ঠেলে ঔষধ পুশ করাতে হবে গোড়ায় হালকা ভাবে চেপে সূঁচ টেনে বের করতে হবে এবং তা হালকা ভাবে মর্দন করে দিতে হবে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন
