ইহা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্ৰুপের একটি বীজানুনাশক ঔষধ ইহা ক্যানামাইসিন এ হইতে সংযযোগসাধনে প্রস্তুত করা হয় ইহা অনেক গুলি গ্ৰাম পজেটিভ এবং গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয় হয় প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর দারুন সক্রিয় হয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সহ কিছু গ্ৰাম পজিটিভ বীজাণু যা পেনিসিলিয়ামে ধ্বংস হয় না তাদের অ্যামিকাসিন ধ্বংস করতে সক্ষম অ্যামিকাসিন সাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের উপর দারুন ভাবে সক্রিয়
ইন্ট্রাভেনাস পথে ব্যবহারের শেষে ইহা রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় থাকে ইহা শরীরের সকল প্রকার কলাকোষ এবং তরল অংশে যাথা সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইড অ্যামনাইওটিক ফ্লুইড পেরিটোনিয়্যাল ফ্লুইড প্রভৃতি অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ৯৪% থেকে ৯৮% অপরিবর্তিত ভাবে মূত্রের মাধ্যমে নির্গত হয়
ব্যবহার রক্তে ব্যাকটেরিয়া উপস্থিতি রক্ত দৃষ্টির শ্বাসযন্ত্রে মাঝারি থেকে মারাত্মক সংক্রমণ অস্থি ও সন্ধির সংক্রমণ চর্মের বীজাণু ঘঠিত পীড়া ও পোড়া বা পোড়াজনিত অস্ত্রোপচার জনিত সংক্রমণ মেনিনজাইটিস পেরিটোনাইটিস অ্যাকিউট ও ক্রনিক এবং সরল ও জটিল মূত্র যন্ত্রের পীড়া পৌষ্টিকতন্ত্রের পীড়া প্রকৃতিতে ব্যবহার করা হয়
পার্শ্বপ্রতিক্রিয়া প্রস্রাবে সেল কাস্ট প্রভৃতি নির্গত হয় মূত্রের স্পেসিফিক গ্ৰ্যাভিটি কমে যায় হালকা জ্বর মাথা ধরা কান ভোঁ ভোঁ করা বধিরতি হাত পা কাঁপা চমের উদ্ভিদ বমি ভাব বা বমি প্রভৃতি কোন কোন রোগীর হতে দেখা যায়।
আন্তঃবিক্রিয়া অ্যামফোটারিসিন অ্যামম্পিসিলিন ক্লোরোথায়াজাইড এরিথ্রো মাইসিন হেপারিন নাইট্রোফুরাইটোইন ফিনাইটোইন সালফাডায়াজাইন কাবেরনিসিলিন প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ঘটে ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়
অ্যামাইনোগ্লাইকোসাইডে অ্যালার্জি থাকলে ব্যবহার নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের জরুরী প্রয়োজনে ব্যবহার নিষিদ্ধ এই ঔষধ অন্য কোন ঔষধের সাথে একত্রে মিশিয়ে পুশ করা চলবে না
এই আর্টিকেলটি করে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন
