বিবরণ জননতন্ত্রের ক্রটিজনিত অসস্তুষ্টি কামেচ্ছা যৌনক্ষুধার প্রাবল্য প্রভৃতি না থাকা যৌন অনুভূতির লোপ প্রভৃতি কারণে সৃষ্ট রোগকেই ধ্বজভঙ্গ বা পুরুষ ত্বহীনতা বলে। আক্রান্ত তন্ত্র জননতন্ত্র স্নায়ুতন্ত্র মূত্রযন্ত্রের সংবহনতন্ত্রর প্রভৃতি এই রোগের ফলে আক্রান্ত হয়। আক্রমণের বয়স ১৪ বছর থেকে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। আক্রান্ত লিঙ্গ কেবলমাত্র পুরুষেরা এই রোগে আক্রান্ত হন। কারণ জননতন্ত্রের গঠনগত কাঠামোগত ত্রুটি মানসিক দুর্বলতা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ অত্যধিক ঔষধ সেবন স্নায়ুর দুর্বলতা অন্তঃক্ষরা গ্রন্থির অনিয়মিত ক্ষরণ শরীরের প্রোটিন ও ভিটামিনের অভাবে অত্যাধিক পরিশ্রম করা পূর্বের অতিক্রমন্ত করা বর্তমানে বন্ধ হয়ে প্রবৃত্তির কারণে এই রোগ হতে পারে। লক্ষণ ১ এই রোগের প্রধান লক্ষণ হল যৌন ক্ষমতা লোপ পাওয়া। ২ সন্তান উৎপাদন ক্ষমতা থাকে না। ৩ অনেকের আবার অল্প সময়েই যৌনাঙ্গ শিথিল হয় এবং বীর্যপাত ঘটে। ৪ প্রবল কাম উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু যৌনাঙ্গ উত্থিত হয় না অনেকের কামোওজনার সৃষ্টি হয় না। চিকিৎসা Tablets Tentex forte ট্যাবলেট টএনটএক্স ফোর্ট ২ টি করে দিনে ৩ ...
About This Blog... Hello friends, this blog site provides various health tips and various medicines and various primary treatments for various diseases Thank you